On Demand Accounting Service Plan
1 Year Service Plan
Basic
Starting From BDT 8,000
Standard
Starting From BDT 12,000
Premium
Starting From BDT 12,000
Platinum
Starting From BDT 16,000
Starting From BDT 8,000
Starting From BDT 12,000
Starting From BDT 12,000
Starting From BDT 16,000
আপনার মনে উদ্যোক্তা হিসেবে যেসব প্রশ্নের জন্ম দিতে পারে এই অংশটা সেসব নিয়েই বানানো হয়েছে। এই সার্ভিসটি আপনার জন্য কিনা, আপনার এই সার্ভিসটি নেয়া উচিৎ হবে কি হবে না, হলে কোন ক্যাটেগরিতে নিবেন এসব জিনিস নিয়ে সাজানো হয়েছে এই অংশটি। দেখুন আপনার যা জানার দরকার সেসব এখানে আছে কিনা। যদি এর বাইরেও কিছু জানার থাকে তো মেসেঞ্জারে একটা ছোট নক দিলেই উত্তর পেয়ে যাবেন।
কোন ক্যাটেগরির সার্ভিস নেব সেটা কি করে বুঝব?
দেখুন এটা নির্ভর করবে আপনার উদ্দেশ্যের ওপর। যদি আপনি আপনার ব্যাবসায়ের একেবারে পরিস্কার ফাইনানশাল ফিগার জানতে চান, আপনার আয় ব্যয় এর পাশাপাশি এসেট, দায়, ক্যাপিটাল, দেনা ,পাওনা এসবও জানতে চান তবে বেস্ট হবে প্লাটিনাম নিয়ে নেয়া। আর বেসিক একটা ধারণা নিতে চাইলে বেসিক দিয়েই শুরু করতে পারেন। আর কোনটা নিবেন বুঝতে অসুবিধা হলে আমরা তো আছিই সাহায্য করার জন্য। একটা মেসেজ বা কল দিলেই হল।
আপনাদের কাছ থেকে কি কি পাব?
প্রতিটি সার্ভিসের নীচে দেয়াই আছে কি কি পাবেন। তবে আরো ভালোভাবে বুঝতে চাইলে আমি বলব স্যাম্পল সেকশনটা দেখে নিতে। এতে করে রিপোর্টগুলো কেমন হবে সে সম্পর্কে আরো পঋস্কার ধারণা পাবেন। আপনি স্যাম্পল সেকশনের এনালাইসিসিটা পড়লে একেবারেই পরিস্কার বুঝতে পারবেন রিপোর্টগুলো দিয়ে কি ধরণের সুবিধা পাবেন সে ব্যাপারে।
আপনাদের কাজ করার প্রসেসটা কি?
১. আপনার ডাটাগুলো আমাদেরকে নির্দিষ্ট ফরমেটে শেয়ার করবেন। মনে রাখবেন ডাটা যত নিখুত হবে তত নিখুত হবে আপনার রিপোর্ট।
২. দরকার মনে হলে আমরা আপনার অফিস ১/২ বার ভিজিট করব আপনাকে সহায়তা করতে এবং জিনিসটা সুন্দর করে আমাদের কাছে দিতে।
৩. আমরা একাউন্টস রেডি করে আপনাকে দেখাব। কোন বিভ্রাট থাকলে আমাদের জানাবেন।
৪. আমরা ফাইনাল রিপোর্ট প্রদান করব।
৫. আমরা কাজের আগে ৫০% এবং ড্রাফট দেবার পরে বাকি ৫০% বিল নিয়ে থাকি।
সার্ভিসগুলো নিলে আমি কি ধরণের সুবিধা পাব?
১. আপনার কাঙ্ক্ষিত প্রফিট আর অর্জিত প্রফিট এর মধ্যে তফাৎ কতটা সেটা বুঝতে পারবেন। এবং কেন এমন হল সেটার কারন বের করতে পারবেন।
২. টাকা চলে যাবার খাতগুলো চিহ্নিত করে সেগুলো থেকে বের হতে পারবেন।
৩. সেলস কেন হয় নি তাও বুঝতে পারবেন।
৪. আপনার কোন কোন স্ট্রেটেজি ও সিস্টেম কাজ করেছে এবং কি কি কাজ করেনি সেটা বুঝতে পারবেন।
৫. আপনার ক্যাশফ্লো ম্যানেজমেন্ট ঠিকা ছে কিনা সেটা বুঝতে পারবেন।
৬. কারা কারা টাকা পাবে এবং আপনি কাদের থেকে টাকা পাবেন সেটা বুঝতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।
৭. আপনার সিদ্ধান্তগুলো আর আন্দাজে হবে না হবে যুক্তি অ দাটা নির্ভর।
আমার কাছ থেকে আপনার কি কি সাপোর্ট লাগবে?
আপনারা কেবল আমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন। ব্যাস এতটুকুই।
আমি কিছু রিভিউ দেখতে চাই। কিভাবে দেখব?
দেখুন। নীচেই দেয়া আছে।
অনেক উদ্যোক্তাই আসেন আমাদের কাছে যাদের লোনের দরকার তাই একাউন্টস করাবেন বা ব্যাবসার অবস্থা বুঝতে একাউন্টস দেখতে চান। আমরা মোটামুটি ৫০ জনের মত উদ্যোক্তাকে তার ফাইনানশাল স্টেট্মেন্টস করে দিয়েছি। জানতে চেয়েছি এগুলো তাদের কোন কাজে এসেছে কিনা। অনেকেই জানিয়েছেন তারা এতে করে দারুন সব ব্যাপার বের করতে পেরেছেন যা তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। কাউকে কাউকে সাহায্য করেচেহ সঠিক ইনভেস্টর পাইয়ে দিতে। এমন কয়েকজনের কথা অনুলিখিত হয়েছে এখানে যাতে করে আপনিও বুঝতে আপ্রেন এই সার্ভিসটি আপনাকেও কিভাবে সাহায্য করতে আপ্রে সঠিক সিদ্ধান্ত নিতে বা ফান্ড ম্যানেজ করতে।
আমি সার্ভিস বিজনেসে আছি অনেক দিন। কখনোই একাউন্টস করিনি বা করাইনি। হঠাত করেই টাকার দরকার পড়ল। কিছু ইনভেস্টরের কাছে গেলাম। কথাবার্তা বললাম। কিন্তু সবার এক কথা। তারা কোন লসের কোম্পানিতে ইনভেস্ট করবে না। আমি যতই বোঝাই আমার এখানে ইনভেস্ট করলে কোন সমস্যা নেই, সব সিকিওর। তারা ইনিয়ে বিনিয়ে কাগজে কলমেই হিসাব দেখতে চান। অগত্যা ফিনকেয়ার এর স্মরনাপন্ন হওয়া। মোটামুটি ১২ দিনের মত সময় নিয়ে উনার আমার ২ বছরের হিসাব নিকাশ করে ইনকাম স্টেট্মেন্ট ও ব্যালান্স শীট করে দেন। আমি যা ভেবেছিলাম আমার প্রফিট কিন্তু মোটেও অতটা বেশি ছিল না। ক্যাশফ্লোতেও ঝামেলা ছিল। অনেক দিন ধরে সেভাবে ডাটা রাখা হয়নি। হলেও ছড়িয়ে ছিটিয়ে ছিল। বেশ বেগ পেতে হয়েছে কাজোটা করতে উনাদের। সব শেষে আমার ধারণা এতাই হল যে আপনি একাউন্টস করেন আর না করেন ডাটা রাখা চাই ১০০/১১০০। এখানে কোন ছাড় দিলেই মরবেন। আর কেবল ফান্ড এর জন্য না একাউন্টস করতে হবে নিয়মিত। আমার তো মনে হয় আমি নিয়মিত একাউন্টস করলে আমার তাকার সমস্যা হতো না। আরো ভালোভাবে আমি ব্যাবসাটা চালাতে পারতাম। আমার শিক্ষা হবার পর থেকে আমি এখন ফিনকেয়ার এর নিয়মিত ক্লায়েন্ট। মাসিক প্যাকেজ নিয়ে নিয়েছি। দুর্দান্তস আর্ভিসের জন্য ফিনকেয়ার কে অনেক ধন্যবাদ।
বাচ্চাদের খেলনার আইটেম নিয়ে আমি কাজ করি প্রায় ৪ বছর। ঢাকার ৪ টা প্রাইম লোকেশনে আমার শরূম আছে। আমি ব্র্যান্ড না হলেও আমি অনেক পশ এইরকম একটা ভাবা আম্র ছিল। আমার সেলস বেশ ভাল। চায়না থেকে নিজেই মাল কিনি। সেলস এ নিজের লোকজন বসিয়েছি। বিক্রিবাট্টা খারাপ না। সেলস মার্জিন বেশ আকর্ষনীয়। আমি তাই একাউন্টস নিয়ে খুব একটা ভাবতাম না। আমি ভেবেছিলাম মাসে মাসে একটা লোককে ২০০০০ টাকা দিয়ে রাখা একটা অযথা খরচ। কিন্তু এই বিশ্বাস আমার ভেঙ্গে গেল দুইটা ঘটনায়। একবার আমি যখন মাল অর্ডার দেবার আগে স্টক কাউন্ট করতে গিয়ে বেশ বড় মাপের গরমিল পেলাম এবং আরেকবার যখন আমি সেলস আর ক্যাশ মেলাতে গিয়ে ব্যার্থ হই তখন। আমি সেই থেকে সিদ্ধান্ত নিই একজন প্রফেশনাল দিয়ে আমার একাউন্টস করানোর। ফিনকেয়ারের সন্ধান পেয়েছিলাম আরেক বড়ভাই এর কাছ থেকে যারা ফিনকেয়ার থেকে খুব ভাল সার্ভিস পেয়েছিল। রেকমেন্ডেশন পেয়ে গেলাম এবং একটা সার্ভিসের চুক্তি করে কাজ শুরু করলাম। প্রথমে ১ বছরের কাজ দিলাম। কাজতা শেষ হবার পরে আমার প্রফিট ফিগার আর প্রত্যাশিত প্রফিট ফিগারের তুলনা করে আমার তো মাথায় হাত! একে একে নানারকম অনিয়ম ধরা পড়তে লাগল এবং নিজের এতদিনের বিজনেস নিয়ে গর্ব ধুলায় মিশে গেল। ফিনকেয়ার দেখিয়ে দিল ব্যাবসায়ের ফাইন্যান্স কেন এত গুরুত্বপুর্ণ। এরপর আমি উনাদের আমার স্টক রিকন্সিলিয়েশনে র সার্ভিসটাও দিয়ে দিই এবং নিয়মিত একাউন্টস করার কাজতা দিয়ে দিই। মাসে মাত্র ১০০০০ টাকা খরচা করে আমি যে সার্ভিস পাচ্ছি তা অবিশ্বাস্য। উনারা মাত্র দু দিনা সেন।আ আমদের সব শিখিয়ে দিয়ে গেছেন। অডিট করে আমস শেষে হসিয়াব দিয়ে দেন। এখন আমার সিদ্ধান্তগুলো হয় অনেক বেশি ডাটা ড্রিভেন। আমি আমার ডাটা এখন বিশ্বাস করতে পারি। আমি হাইলি এদের সার্ভিস রেকমেন্ড করি।
স্বাদঘর আমার অনেক পছন্দের একটা বিজনেস। আমার পরিবার থেকেও বেশি সময় দিয়ে আমি একে চালিয়ে নিয়েছি। অফিস নিয়ে ব্যাস্ত থাকায় আমি খুব একটা সময় এদিকে দিতে পারিনি। কাজেই কখনোই হিসাব রাখিনি ওইভাবে। টাকা সছে যাচ্ছে। এতেই খুশি ছিলাম অনেকটা। একটা সময়ে খুব ক্রাইসিস দেখা দেয় ওয়ার্কিং ক্যাপিটালের। টাকার জন্য তো আমার কাগজ দরকার। যার কোন একাউন্তস ই নেই তাকে টাকা দিবে কে? তো ফিনকেয়ারের কাছে গেলাম। এর মালিককে আগেই চিনতাম। ভদ্রলোক টাকা নিতে চাইলেন না। বললেন আপনি যে একাউন্তস করাতে এসেছেন এতেই আমি খুশি। যাই হোক ১ বছ্রএর একাউন্টস করলাম। দেখলাম বেশ কিছু খাতে আমার অনেক টাকা বেরিয়ে গেছে অথচ আমার কোন হদিসই নেই। সেলস থেকে যে গ্রস প্রফিট বের করতে হবে তার ডাটা ভালভাবে না দিতে পারায় কাজটা বেশ কঠিক হয়ে গেছে। যাই হোক পরে শেষ করে সেটা নিয়েই কয়েকজনকে দেখাই এবং ফান্ড পাই আলহামদুলিল্লাহ। এর পর থেকে আমি আর কখনো একাউন্তস করতে ভুল করিনি। আমার চোখ খুলে দেয়ার জন্য ফিনকেয়ারকে ধন্যবাদ।