আমি বুলবুল আনোয়ার। আমাদের প্রম্পট সার্ভিসের একাউন্টস ফিনকেয়ার দেখাশোনা করেন। আমি ও আমার পার্টনার বাইরে বেশি থাকায় অপারেশনে আমাদের খুব একটা কন্ট্রোল থাকে না। আমরা বিশ্বস্ত ও দক্ষ একটা ফাইন্যান্স বিপিও কোম্পানি চাচ্ছিলাম এ সমস্যা থেকে বেরিয়েয়া আসতে। মাস শেষে আমি কি করতে পারলাম , আমার টাকা পয়সার কি অবস্থা দাড়ালো, লাভ লস কি হল, কোথায় টাকা আটকে যাচ্ছে এসব বুঝতে চাচ্ছিলাম। মাসের শেষে আমি আমার আয় ব্যয় এর স্পষ্ট ধারণা পাই এবং পরবর্তী করণীয় ঠিক করতে পারি। আমি এখন জানি যে কোন খাতগুলি খুব সচেতনভাবে খেয়াল রাখা লাগবে। আমার ক্যাশ কন্ট্রোল অনেক বেটার। আমি সেলস এর তুলনামূলক একটা চিত্র পাই যা আমাকে সেলস স্ট্র্যাটেজি বানাতে অনেক সাহায্য করে। আমি এদের মাধ্যমে একজন ফুল টাইম বুক কিপার রেখেছি যিনি ব্যাংকিং এবং বেসিক ক্যাশবুক মেন্টেন করছেন। উনাদের সাপোর্ট নিয়ে আমি ও আমার পার্টনার খুবই খুশি।